জলেশ্বরী

পুলিশের অভিযানে ৪ উপজেলায় ২২ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ৪ উপজেলায় পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তম্মধ্যে অভিযান পরিচালনার জিআর ওয়ারেন্ট মূলে উলিপুরে একজন, সিআর ওয়ারেন্ট মূলে রাজিবপুরে ২ জন , জিআর সাজা ওয়ারেন্ট মূলে নাগেশ্বরীতে একজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে রাজারহাটে এক জন। এছাড়াও নিয়মিত মামলায় উলিপুর উপজেলায় ১১, নাগেশ্বরীতে ২, ফুলবাড়ীতে ২,রৌমারীতে ১ ও পুর্বের মামলায় ফুলবাড়ীতে আরো একজন মিলে ১৬ জসহ মোট ২২ জন আসামী গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version