আতাউর রহমান বিপ্লব,
কুড়িগ্রাম
কুড়িগ্রামে পিটিআই (প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট) এর ৮তলা একাডেমিক ভবণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে জেলা সদরের পিটিআই চত্বরে এ কাজের উদ্বোধন করেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডিজি সাহ রেজওয়ান হায়াৎ, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাহেদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ বাবুল, শিক্ষক নেতা সাইফুল ইসলাম, জাকির হোসেন বকসী, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বিপ্লব, ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক আলতাফ হোসেন সহ শিক্ষা কর্মকর্তারা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন জানান, ২০ কোটি টাকা ব্যয়ে এই একাডেমিক ভবণ নির্মাণ শেষ হলে প্রাথমিক শিক্ষকদের অনেকদিনের দাবী পুরণ হবে।