ট্রান্সজেন্ডার জারা হলেন মৌলভীবাজার ছাত্র ইউনিয়নের নেতা

জলেশ্বরী রিপোর্ট:

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্রান্সজেন্ডার জারা ইসলাম। মৌলভীবাজার ছাত্র রাজনীতির ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার ছাত্র নেতা তিনি। জারা শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা। পরে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রশান্ত কৈরীকে সভাপতি এবং প্রিন্স রায় পিয়াসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা সংসদের কমিটি গঠন করা হয়। কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জারা ইসলাম।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নীগর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সকল ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ট্রান্সজেন্ডার অধিকারসহ গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রামে নতুন নতুন ইতিহাস রচনা করেছে। জারা ইসলামকে মৌলভীবাজার জেলার সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *