জলেশ্বরী

কবিতা: মন পাঠাগার

মানুষের মন পড়ার কৌতূহল মেটাতে
প্রায়শই মনপাঠাগারে পড়ে থাকি
মনকে বুঝতে নিরন্তর সাধনায় নিজেকে ব্যস্ত রাখি
নীরবে তপস্যা করে করে দিনাতিপাত করি
মনটাকে পেয়ে গেলে হাতে করে বাড়ি ফিরি
না পেলেও প্রাণ পেতে অপেক্ষায় কাটাবো অনন্তকাল।

কবি: ড. নজরুল ইসলাম খান

Exit mobile version