ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে

✅ বিএড কোর্সে ভর্তি ইচ্ছুকদের জন্য…

শিক্ষকতা পেশায় আকর্ষণীয় ক্যারিয়ার গড়তে এবং বাস্তব জীবনে গর্বিত পেশার আস্বাদ নিতে
২০০৬ সালে রাজ্জাক-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের বিএড প্রশিক্ষণে ১৮তম ব্যাচে আপনাকে স্বাগত জানাই। (কলেজ কোড: ৬৫৭৭; ইআইআইএন: ১৩৫৩৫৭)

🔻অফিস থেকে আবেদন ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে।

✅ সুবিধাসমূহ :
১. নিরিবিলি ক্যাম্পাস এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা;
২. সংশ্লিষ্ট বিষয়ের রেফারেন্স বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি;
৩. অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা মানসম্মত প্রশিক্ষণ প্রদান;
৪. এসি ক্লাসরুম;
৫. Wi-Fi সুবিধা;
৬. ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষার জন্য ফ্রি মডিউল প্রদান;
৭. অনলাইনের মাধ্যমে ক্লাস আপডেট;
৮. অনলাইন ও অফলাইন ক্লাস সুবিধা;
৯. বন্ধের দিন টিউটোরিয়াল ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ;
১০. বার্ষিক শিক্ষাসফরের ব্যবস্থা এবং
১১. প্রতি বছর মেধাবী প্রশিক্ষণার্থীকে রেজাল্টের উপর পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
১২. ধানমন্ডির অভিজাত এলাকায় মনোরম পরিবেশে কলেজ ক্যাম্পাস;
১৩. কর্মমূখী প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে প্রবেশে সহায়তা প্রদান;
১৪. রাজ্জাক রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রদান;
১৫. বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দসহ সুশিক্ষিত গভর্নিং বডি দ্বারা কলেজটি পরিচালিত।

✅ ভর্তির সময় যেসব কাগজ লাগবেঃ
সকল সনদপত্র, নম্বরপত্র, এনআইডি কার্ড ও ২কপি ছবি। (জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে-যা ভর্তির পরেও জমা দেয়া যাবে)।

🔻যোগাযোগ করুন:
01711289754 (বিকাশ এন্ড হোয়াটসঅ্যাপ)
01678627807
01611289754
01678627802

✅ ক্যাম্পাস
ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের স্থায়ী ক্যাম্পাস থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশিত তালিকায় (ক্রমিক নং-১৬ এবং কলেজ কোড-৬৫৭৭) ঠিকানা সাভার উল্লেখ করা হয়েছে। কিন্তু আমাদের কার্যক্রম এখনও বাড়ি-৩৯/এ, রোড-৮, ধানমন্ডি, ঢাকায় পরিচালিত হচ্ছে। সবাইকে ধানমন্ডিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

✅ লোকেশন
কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন ধানমন্ডি শেখ জামাল খেলার মাঠের পশ্চিম পাশে।

অথবা, আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিপরীতে ওয়ান ব্যাংকের গলির পশ্চিম মাথায়।

অথবা, ধানমন্ডি রবীন্দ্র সরোবরের বিপরীতে ৮নং ব্রিজ সংলগ্ন

✅ ওয়েবসাইট
www. iec.edu.bd

✅ Facebook
International Education College

✅ উপদেষ্টা
প্রফেসর ডক্টর শেখ আমজাদ হোসেন
সাবেক পরিচালক (প্রশিক্ষণ), নায়েম, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।

✅ চেয়ারম্যান
প্রফেসর ড. মো. রেজাউল করিম
(বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক)

✅ বিদ্যোৎসাহী
প্রফেসর কানিজ সৈয়েদা বেন্তে সাবাহ
(সাবেক অধ্যক্ষ, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ)

✅ প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ
প্রফেসর ড. নজরুল ইসলাম খান
সভাপতি, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *