জলেশ্বরী

উৎস একাদশ দিকে ফেরা

যত পারো সময়টা অজীবের সান্নিধ্যে কাটাও
জীবনে থেকো না যদি সত্যি ভালো থাকাটাই চাও।
দূরে নয় অজীবটা বরং তোমার খুবই কাছে
হতে পারে ও তোমার ভেতরে কোথাও বসে আছে।
জানো কি জানো না কিন্তু ও তোমাকে খুবই ভালোবাসে
যাও না ভেতরে যাও গিয়ে বসো ঠিক ওর পাশে।
তোমার হাঁটার কথা ছিল শরতের কাশবনে
পৃথিবী না পৃথিবীর যেন কোনো এক কার সনে!

তুমি কি বিজ্ঞানী ইতিহাসশস্ত্রী অর্থনীতিবিদ
ও এখন কোথায় কী করছে সেটা জানো কি সুহৃদ?
জানলে কী বলি আর না জানাই ভালো সম্ভবত
মেলাদিন ধরেই তো খোঁজো ওকে দেখি আর কত?
এবার ক্ষ্যান্তই দাও কেননা জায়গা বদলায়
বন্ধু সহযোদ্ধা কমরেড প্রেমাস্পদ অব্দি মায়!
যাকে বলো কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টের কথা
করবে কী করে ব্যাখ্যা সেই বিদুষীর নীরবতা?

জীবন তোমার নেই আর সেই কোন কবে থেকে
কেন সরে যাওনাকো অমৃত্যুকে পিছে ফেলে রেখে?
ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনি জানি ওকে
ও এখানে মিলবে না মিলতেই পারে অন্য লোকে।
যুক্ত কেন রাখো আর দাও তুমি ওকে মুক্ত করে
দাও অচিরেই ওকে যেতে আরো বেশি দূরে সরে।
যা বলে তা বলুক না ইতিহাস দর্শন বিজ্ঞান
উৎস একাদশদিকে ফেরো তুমি তবে না নির্বাণ!

রেজা রহমান
কবি, উন্নয়নকর্মী

Exit mobile version