জলেশ্বরী

খুশি

আমরা কেমন জানি খুশি হতে ভুলে যাই
কত শত ছোট্ট ছোট্ট প্রাপ্তি ঘটে প্রতিদিন
শ্বাস থাকার মাঝে শুরু হোক নিত্য খুশি।
তারপর একে একে খুঁজে বের করি
নিত্য দিনের আনন্দদের একে একে
এই চর্চা অব্যাহত থাকুক মরণতক।

কবি- সায়মা শাফীজ সুমী

Exit mobile version