জলেশ্বরী

সুখের অসুখ

ইদানিং সুখের অসুখে পেয়ে বসেছে আমাকে। এই অসুখ টা তোর জন্য জানিস।
তুই জেনে ও না জানার ভান করিস।
খুব ভোরে হালকা শরতের কুয়াশায় তোকে নিয়ে তেপান্তরের মাঠে হেঁটে বেড়ানোর অসুখে পেয়েছে আমাকে।
তোর হাত ধরে কাশবনের পাশে বসে সূর্যোদয় দেখার আজন্ম এক ব্যাধিতে আক্রান্ত হয়েছি আমি। তোর চোখের অতলে ঝাপ দিয়ে জ্বলে পুড়ে মরে যাবার শখ আমার সেই কত দিনের জানিস?
তুই হাতটা ধরে বসে থাকলে আমি বৈরাগী হতে পারি বাউলা গানের, জানিস?
তোকে নিয়ে খুব বৃষ্টিতে ভেজার শখ আমার, কাক ভেজা হয়ে তোর কাঁধে হাত দিয়ে আমি হেঁটে বেড়াবো হিজল ডাঙ্গার মেঠো পথে।
খুব দুপুরে আমার আটপৌঢ়ে শয়নঘরে খুনসুঁটি হবে তোর সাথে আমার।
তোর হাতে খুব যত্ন করে খাইয়ে দিবি, খুব জ্বর হলে কপালে দিবি জলপট্টি। আহারে আমাদের ভালবাসাবাসি…

লেখক- মোখলেসুর রহমান

Exit mobile version