রেজা রহমান::
হঠাৎই যে মনে হলো কেন যেন ভালোবাসা বিনে
বাঁচলে কী মরলে কী আমি কোনো পার্থক্য দেখিনে।
জীবনের মানে নিয়ে কবেই ছেড়েছি ভাবাভাবি
আছে মানে নেই মানে কোনোটাই করিনেকো দাবি।
কেননা দুটোই সমভাবে ব্যক্তিগত বিশ্বাস নিছক
বিজ্ঞান দর্শনে মিলবে না কোনো সংজ্ঞা ছক।
প্রেম বিনে থাকে বাকি শুধু খাদ্যগ্রহণ সঙ্গম
মানুষের জন্য সেটা বিশেষত ভয়ঙ্কর কম।
প্রেম বিনে শিল্পকলা একটাও থাকবে না আর
অনস্তিত্ব থেকে সুন্দরেরা কেউ পাবেনাকো পার।
সঙ্গীত নৃত্যের দুরবস্থা কিছু ভাবাই কি যায়
তখনই না দেখা যাবে কে যে কাকে হাসায় কাঁদায়!
খাবার জোগাড় ভক্ষন ঘুম যৌনকর্ম বাদে
কাজ হবে লিপ্ত থাকা খাদ্যের বিবাদে বিসংবাদে।
যদি মানে চাইই চাই এক প্রেমই জীবনের মানে
আমি এটুকুই জানি বাকি সব পণ্ডিতেরা জানে।
বিজ্ঞান দেখায় যত বস্তু একে অপরকে টানে
কিন্তু কেন টানে সেটা দেখায়নি এখনো বিজ্ঞানে।
শুধু প্রাণি নয় বস্তু প্রাণহীনও আকর্ষণ করে
প্রাণিরা মরে না যায় বস্তুদের মত রূপান্তরে।
আকর্ষনই প্রেম মানি কী প্রাণ কি বস্তু নির্বিশেষে
জীবনের মানে প্রেম যতই না হোক সর্বনেশে।
প্রেমই যে আমার পুজো সেই প্রেমই আমার ঈশ্বর
সারাটা জীবন যদিও বা আমি মানবীর পর।