রেজা রহমান::
দেখাওনি বলে কাশবন আর দেখাই হলো না
একাই কোথাও যেতে পঙ্গুকে কখনো বলো না।
বরং মরতে বলো খুশি হবো ভীষণ রকম
মরবো তবুও জেনো একটুও হবো না জখম।
বাঁচতে বলো না যেভাবেই হোক যেন কিছুতেই
খামোখাই উদ্বৃত্তের বাঁচাটাই দরকার নেই।
এক শুধু তোমাকেই যতই না ছাইপাঁষ লিখি
একটাও পড়ো না যে এটা আছে পুরোপুরি ঠিকই।
ও পাগল বলে কত কী না বলে কত কী না লেখে
পাগলি না হলে ওকে কে যে শোনে আর কেবা দেখে?