জলেশ্বরী

মনে রেখ

ড. নজরুল ইসলাম খান::

তবু তুমি মনে রেখ-
কখনো যদি দূরে চলে যাই
আর যদি ফিরে না আসি
ফেরার পথ যদি রুদ্ধ হয়
তোমার ঠিকানা যদি ভুলে যাই
চলাফেরার শক্তি যদি হারাই
লিখতে যদি নাই-বা পারি
খোঁজ নেওয়ার যদি অধিকার না-ই থাকে
হঠাৎই যদি বেলা ফুরিয়ে যায়
অজানা কোনো দেশে চলে যাই
যদি বাকশক্তি হারিয়ে ফেলি
তোমার নামটাই যদি মনে না থাকে
যদি এক টুকরো প্রেমও না জাগে
শিশির ভেজা সকাল যদি আর না হয়
গোলাপেও যদি কেউ মুগ্ধ না হয়
কৃষ্ণচূড়া যদি নাই-বা ফোটে
ফুলের সৌরভে যদি কেউ মোহিত না হয়
কোকিলের সুর যদি আর না-ই বাজে
এমন করে করে যদি সব বন্ধ হয়ে যায়
আমাকে যদি কেউ মনে নাই-বা রাখে
তবু মনে রেখ
তুমি মনে রেখ
রেখ মনে তুমি!
তুমি!
পৃথিবীর সবাই ভুলে গেলেও
তবু তুমি মনে রেখ।

(© ড. নজরুল ইসলাম খান, অধ্যক্ষ, প্রাবন্ধিক, কবি ও কথাসাহিত্যিক)

Exit mobile version