জলেশ্বরী

আমিময়- সায়মা সাফীজ সুমী

কোন একদিন আমি বড্ড তুমিময় মানুষ ছিলাম,
যখন সব কিছু হয়তো তোমার মতো হওয়া চাই
কিন্তু এ যে কাকের গায়ে ময়ুরের পাখনা লাগানো মতো।

তারপর একদিন আচমকা আবিস্কৃত হলো নিজ সত্ত্বা
বুঝতে শিখলাম আমি বলে শব্দ কোন একদিন ছিলো,
যা এখনো থাকা খুবই জরুরি বেঁচে থাকবার জন্য।

তারপর গল্পটা ভয়াবহ, আমার কেবল তুমি খোঁজা,
কিন্তু সেই তুমিগুলোও সবখানে কেবলই তুমিময়
বড্ড কষ্ট মাঝে মস্তিষ্ক থেকে তুমি মুছে ফেলতে পারা।

এখন আমি কেবলই আমিময়, একার মাঝেই একা,
তবে বুঝতে পারি তোমাদের কষ্ট, যারা এখনো তুমিময়,
সবার মাঝেই জুড়ে আছো কিন্তু একাকীত্ব কুড়ে খাচ্ছে।

একদিন হয়তো নিজেকে তেমন বুঝতে পারিনি বলে
পারিপার্শ্বিক এতো গুরুত্ব পেয়েছিল নিত্য কাজে,
নিজেকে না বোঝা মাঝে কত আরশোলারা গজায়।

ভালো মন্দ বলতে পারবো না, এর ভারও আমার নয়
তবে দেখে গেলাম এক জীবনে এই বিশ্বভ্রমান্ডের
কত রঙের খেলা মানব দেহ মাঝে কত ভিন্ন ভিন্ন রূপে ।

কবি ও মানবাধিকারকর্মী

Exit mobile version