Never trust a Man; এ কথা বলতে বলতে আমাকে প্রায় দীর্ঘ ২০ মিনিটের আলিঙ্গন থেকে যখন ছেড়ে দিল আমার ফ্রান্সের বন্ধু ভ্যালেরি ডুমেন্স আমার পিঠ তখন তার চোখের জলে প্রায় অর্ধ ভেজা। তখন ভাবি কত বড় একটি শক্তিশালী দেশের মেয়ে সে, গোটা বিশ্বের সংস্কৃতি ও শিক্ষাকে যারা টেক্কা দিয়ে চলেছে। তেমনি একটি দেশে জন্ম নেয়া বড় হওয়া আমার সমবয়সী একজন নারীর তার ছেলে বন্ধুর কাছে প্রতারিত হয়ে ফ্রান্সের নরমান্ডি থেকে শত শত মাইল উড়ে এসে মহা প্রলয়ের মতন যখন আমারি বুকে আছড়ে পড়েছিল তখন তার সেই অসীম বেদনার ভার আমার কাছে পৃথিবীর ওজনের চেয়েও বেশি ভারী এবং অনাতিক্রমীও মনে হচ্ছিল। মনে হয়েছিল তার এই মনোভার আমি কিভাবে বইবো ! সভ্যতার কোন যুক্তি প্রয়োগ করে তাকে বলবো Past is Past ! ! বা এই তো আমি আছি ! !
আজ কতদিন থেকে দেখছি। সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক সিনে মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের একজন ঐশ্বরিয়া রায়ের সাথে প্রতারণা করেছে অভিষেক বচ্চন। পুরুষ মানুষেরা প্রকৃতির একটি বিস্ময়কর সৃষ্টি তারা কি চায় কতটা চায় কখন চায়? তা বোধ হয় এক জীবনে কখনোই বুঝে উঠতে পারে না। নয়তো ডায়না, ঐশ্বরিয়া আর পৃথিবীর তাবৎ তাবৎ বিদুষী, সুন্দরী এবং অর্থবান নারীদের পেয়ে যে সব পুরুষরা হেলায় হারায় তারা এই পৃথিবীর বিভ্রান্তিকর পরিমন্ডলের শুধু ঘুরে বেড়ায় মূলত কিছুই পায় না । যদিও মানবিক সম্পর্ক গুলোর মধ্যে কোন আটকা আটকি আধুনিক জগৎ বিশ্বাস করে না, থাকা উচিত নয় বলেও আমি মনে করি, তথাপিও পরিবার সভ্যতার একটি আদি প্রতিষ্ঠান। আর মানুষত্বের প্রথম শর্ত হওয়া উচিৎ অঙ্গিকারের প্রতি নিষ্ঠা । নারীর মা হওয়া একটি অনাদিকালের তৃষ্ণা এবং নারী ভালবাসাতেই বেঁচে থাকে তাই সকল যোগ্যতা থাকা সত্ত্বেও নারী কোথাও কোথাও আটকে যায় নারী আটকায়। আর জেনে বুঝিয়ে কঠিন সত্য তারা মেনে নেয়।
” মানুষ এমন তয়, একবার পাইবার পর
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর”
মুসফিকা লাইজু
(লেখক-উন্নয়নকর্মী)