জলেশ্বরী

ছবি- ডক্টর নজরুল ইসলাম খান

oplus_1056

কখনো কখনো মানুষের চেয়ে বেশি কথা বলে ছবি। যে কথা কাউকে আঘাত করে না বরং নীরবে ভালোবেসে যায় সবুজ মাঠের দিগন্ত পেরিয়ে, নদী বা সাগরের মোহনা ছাড়িয়ে। কান পেতে শোনে ছবির অব্যক্তরূপে অস্তিত্বশীল সেই কথামালা। ছবি পরিবর্তন করা যায়, স্থান পরিবর্তিত হয় কিন্তু ভালোবাসার মুগ্ধতা জমা থেকে যায় অন্তরের গহীন কোণে যুগ-যুগান্তরে। ছবিয়ালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার না বলা কথাগুলো ছবির চতুর্পাশে পেরেক মেরে রেখে দেওয়ার জন্য।❤️❤️

Exit mobile version