কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম রঞ্জু’ আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৬ বৎসর। তিন কন্যা ও স্ত্রীসহ রফিকুল ইসলাম রঞ্জু কুড়িগ্রাম সদর উপজেলা কার্যালয়ের পশ্চিম পার্শ্বে পলাশবাড়ী গ্রামে বসবাস করত।
করোনা উপসর্গ নিয়ে গত ২৫ মে প্রভাষক রফিকুল ইসলাম রঞ্জু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনা শনাক্তের জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করা হলেও ফলাফল আসার পূর্বেই তিনি মৃত্যু বরণ করেন।