কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে মাছ ধরতে গিয়ে মহসিন আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই ) সকালে উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহসিন আলী রমনা ব্যাপারী পাড়ার আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহসিন আলী সকালে তার ছেলেসহ রমনা ব্যাপারীপাড়ায় ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় প্রবল স্রোতে তিনি ছেলেসহ নদে পড়ে যান। তার ছেলে সাঁতরে তীরে উঠতে পারলেও তাকে ১০ মিনিট পর নদের কিছু দূর থেকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. আমিনুল ইসলাম জানান, ওই কৃষককে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। এ নিয়ে চলমান বন্যায় কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে ১৭ জন মারা গেছেন।