কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে বানভাসীদের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের চর সিতাইঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু প্রমুখ।