কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামে প্রবল ঝড়বৃষ্টির মধ্যদিয়েই দেশবরেণ্য সব্যসাচী লেখক কুড়িগ্রামের কৃতি সন্তান সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কুড়িগ্রাম সরকারি কলেজ কর্তৃপক্ষ কবির সমাধীতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিলে অংশগ্রহন করে।
পরে দুপুরে বৃষ্টি কমে গেলে কুড়িগ্রাম প্রেসক্লাব, আইন মহাবিদ্যালয়, উত্তরবঙ্গ যাদুঘর, কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কবির সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এখানে সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপ্যাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্রামহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
চার বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে পরায় দু:খ প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। এছাড়াও দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় সমাধীটি পরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *