কুড়িগ্রাম প্রতিনিধি : :
কুড়িগ্রামের পৌর এলাকার বকসী পাড়ায় বাঁশঝাড় থেকে লিমু (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঐ এলাকার কামরুজ্জামনের স্ত্রী। তার স্বামী ও পরিবারের লোকজন জানায় লিমু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নিহতের বাড়ির পাশের বাঁশ ঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে কীটনাশক পান করার প্রমাণ পাওয়া গেছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত লিমুর বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি পাশাপাশি এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে।