কুড়িগ্রাম প্রতিনিধি : ১০-১২-২০২২ইং
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর বিএনপি’র সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে সৃষ্টির পায়তারার প্রতিবাদে কুড়িগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৯ ডিসেম্বর/২০২২ দুপুরে জেলা আওয়ামীলীগ অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন চিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী এম.এ করিম, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা সাঈদ হাসান লোবান, ওবায়দুর রহমান, সালেহ আহমেদ মজনু, জিল্লুর রহমান টিটু, মোস্তাফিজার রহমান সাজু প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন বিএনপি ও তাদের দোসর জামাত শিবির চক্র আবারো দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে এবং এর দাত ভাঙ্গা জবাব দেয়ার জন্য আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহŸান জানান তারা ।