বিএনপি কেন্দ্রীয় অফিসে হামলা ও ভাংচুর এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের পোষ্টাফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহসভাপতি আবু বকর, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতারা।
অন্যদিকে একই দাবিতে জেলা শহরের মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ অন্যান্য নেতারা।