ঊনপদাবলি: এক–দশ

রেজা রহমান::

এক
সকাল বেলার সূর্য কেন এত মুখভার কেন এত কালো
তুমি যদি ম্রিয়মান কে যে তাকে দেবে প্রাণ কে বা দেবে আলো?
অভাজন পদাতিক দিকভ্রান্ত অন্ধকারে পথ কি হারালো?

দুই
এই অপরাহ্ন-সন্ধ্যা সন্ধিক্ষণ সুর্য ডোবে ডোবে
কী চাহ চাতক তুমি মেঘকন্যা তোমাকে কি ছোঁবে?
শোণিতে ঝড়ের খেয়া অন্তর্গত সমুদ্র চঞ্চল
দিনশেষে মিলবে কি আমৃত্যুপ্রার্থিত মেঘজল?

তিন
দীর্ঘশ্বাসে গড়া ঝড় বেদনায় গড়া বজ্র মাথা পেতে নিই হাসিমুখে
অনন্ত মধ্যাহ্ন রাত্রি বৃক্ষস্থির দাঁড়ানো হলো না আর তোমার সম্মুখে।
আদিগন্ত অন্ধকার একাদশ দিকে একা অনিরুদ্ধ আমি ফিরে যাই
আরেক জীবনে যদি ফিরে আসি তবে যেন এক তোমাকেই পাশে পাই।

চার
তোমারই পায়ের ধুলো মেখেছি যে গায়ে
বিছানা পেতেছি পথে সেই ধুলো মাটিতে বিছায়ে।
পথে ধুলো ঘরে ধুলো ধুলো দুই চোখে
যেদিকেই যাই তবু তোমার দিকেই যাই তোমারই আলোকে।
সত্যি আমি কেউ নই সত্যি আমি কিছু নই ভেবে
তবে কি অপাত্রে দান সেই আলোটুকু কেড়ে নেবে?

পাঁচ
ইতিহাস বলে তুমি কোনদিনই আমার হবে না
ফিরেই চলেছি শেষ হয়ে গেছে পৃথিবীর সাথে ছিল যত লেনাদেনা।
তবু আজও যতদূর যেখানেই যাই
এক শুধু তুমি সত্যি এক শুধু তোমাকে হারাই।
এ সন্ধের মেঘমালা আদিগন্ত অপূর্বিতা তোমারই যে মুখ হয়ে ভাসে
তোমার চোখের আলো আকাশের তারা ছুঁয়ে আমার চোখেই নেমে আসে।

ছয়
কিছু কি হারাই আমি? কী আমি হারাই—
কে এ আমি? নিজের বলতে নিজেটুকু ছাড়া অবশেষ রইল কী ছাই!
নিজেকেই নিয়ত হারাই—
ঠিকানাটা খুঁজে হই দিশাহারা
নিখোঁজ এ আমি কি আজও তোমাতেই নাই?

সাত
এক নদী এক নয় কোথাওই তার দুটি ঢেউ
না এ আমি কারো মতো না আমার মতো অন্য কেউ।
কখনো তোমাকে ঠিক বুঝতে কি পারি
আদতে সম্পূর্ণ এক অন্য প্রজাতি কি নও নারী?
ভালোবেসে যেতে হবে তবু তোমাকেই
এ সীমাবদ্ধতা থেকে ইহকালে কোনো মুক্তি নেই।

আট
মাটির বামন চাঁদ ছুঁতে যে-ই বাড়িয়েছি হাত
হাত পুড়ে ছাই চারদিকে দেখি কৃষ্ণপক্ষ রাত।
মাটির বামন মাটিতেই আছি চন্দ্রিমা আকাশে
বুকের ভেতর তুমি থাকতেই মৃত্যু বক্ষপাশে।
এক হাতে দিয়ে আর এক হাতে কেড়ে নিলে আলো
তোমারই তো দান কৃষ্ণপক্ষ রাতই যে আমার ভালো।

নয়
এই হাতে একদিন হাত ছিল হাতের মুঠোয় ছিল ধরা
দূরের আকাশচন্দ্রসূর্যতারা সমগ্র পৃথিবী সসাগরা।
স্বপ্নেরা ছড়ানো ছিল ইতস্তত গৃহকোণ থেকে মেঘলোকে
মহাজাগতিক আলোছায়া ছিল একদিন দুজনের চোখে!

দশ
আমার সাথে কি যাবেনাকো তুমি তারাদের কাছে
সাঁঝের আকাশে আলোকের ঝর্ণাধারাদের কাছে?
নদীদের কাছে যাবেনাকি তুমি আসবে না তুমি—
সব পেয়েছির দেশান্তরে সকলহারার কাছে?

(কবি, গবেষক ও উন্নয়নকর্মী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *