কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। টিআইবির সচেতন নাগরিক কমিটি সনাক, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কুড়িগ্রাম জেলা সংসদ ও বাংলাদেশ মহিলা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখা সম্মিলিতভাবে এ মানববন্ধন পালন করে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী সনাকের প্রতিষ্ঠাতা সভাপতি এড.এনামুল হক চৌধুরী চাঁদ, সনাকের সভাপতি রওশন আরা চৌধুরী, উদীচীর সভাপতি নিজামুল হক বিলু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আহসান হাবীব নীলু, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতীমা রায় চৌধুরী ও টিআইবির সমন্বয়ক সৌমেন দাস প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা দ্রুত আবরার হত্যার সুষ্ঠ বিচারসহ দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।