কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশের সমাজ তান্ত্রিক দল বাসদ এর ৩৯তম প্রতিষ্ঠা বাষির্কী ও মহান রুশ বিপ্লবের ১০২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে কুড়িগ্রামে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে অনুষ্ঠিত সমাবেশের আগে একটি লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিন করে। পরে শহীদ মিনার চত্ত¡রে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড রাজেকুজ্জামান রতন। বাসদ জেলা কমিটির সমন্বয়ক কমরেড ফুলবর রহমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, রংপুর জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস, জেলা বাসদের নেতা কমরেড মোনাব্বর হোসেন মিন্টু, কমরেড দুলাল বোস, রাজারহাট উপজেলার সমন্বয়ক প্রভাত কুমার বর্মন, রৌমারী উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, রৌমারী উপজেলা সমন্বয়ক আবুল বাশার মঞ্জু, উলিপুর উপজেলার সমন্বয়ক সাঈদ আক্তার আমীন প্রমুখ।
অবিলম্বে দ্রব্যমূল্যের উর্ধগতি কমানোর পাশাপাশি সার, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরনের দাম কমিয়ে কৃষকের উৎপাদিত ফসল সরকারীভাবে ন্যায্য মূল্যে ক্রয়ের দাবী জানান বক্তারা।