এস,এম,আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম
আপিল বিভাগ থেকে মেডিকেল রিপোর্ট দেয়ার আদেশ দেবার পরও সময়ক্ষেপন করে কারাবন্দি খালেদা জিয়ার আটকে রাখার প্রতিবাদ এবং দ্রূত মুক্তি দিয়ে সুচিকিৎসা করার দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে জেলা যুবদল।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয় ।
পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,সহ সাধারন সম্পাদক ইদ্রিস আলী, জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারন সম্পাদক নাদিম আহমেদ,সিনিঃ সহ সভাপতি নাসিম পারভেজ তারা,সহ সভাপতি মাসুদ রানা বাবু,যুগ্ম সম্পাদক টিপু খান,বেলাল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,সহ সাংগঠনিক সম্পাদক হুমাযুন কবির,সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ,সাংগঠনিক সম্পাদক সাজু,পৌর যুবদলের সম্পাদক ইনসান আলী,শহিদুল ইসলাম শিমুল,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী করেন ।