খন্দকার একরামুল হক-
বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শুরু হয়ে দুইটি পর্বে সম্মেলন শেষ হয়। দিনব্যাপি চিলমারী উপজেলার থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় উপজেলার কাউন্সিলারদের কন্ঠভোটে পুনরায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় চিলমারী উপজেলা সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম ও সাধারণ সম্পাদক আব্দুর কুদ্দুছ সরকার নির্বাচিত হন। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার,সহ-সভাপতি মোঃ আব্দুল ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু।