কুড়িগ্রাম প্রতিনিধি ::
এবার কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাগডাঙ্গায় এক যুবকের (২৫) করোনা শনাক্ত হয়েছে। তিনিও নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। এনিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১জনে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ৩২টি রিপোর্ট পাওয়া যায়।
তারমধ্যে একজনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান। বাকী ৩১জনের রিপোর্টে করোনার অস্থিত্ব পাওয়া যায়নি। তাদের মধ্যে ভুরুঙ্গামারীর ১৩জন, রৌমারীর ৭জন, রাজারহাটের ৬জন, চর রাজিবপুরের ৪জন ও নাগেশ্বরীর ২জন।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, গতদিন পর্যন্ত করোনায় আক্রান্ত ১০জনকে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এখনো কাউকে ছাড়পত্র দেয়া হয়নি।
বৃহস্পতিবার আক্রান্ত যুবকটি নারায়ণগঞ্জ ফেরৎ। গতকাল পর্যন্ত জেলা থেকে ৪৭১জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। এরমধ্যে ৩২৩জনের ফলাফল পাওয়া গেছে।