কৃষকদের কাছ থেকে সেনাবাহিনীর সবজি ক্রয় শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি::

কৃষকরা যখন তাদের উৎপাদিত কৃষি পণ্য শশা, করলা, ঢেঁড়শ, মরিচ, শাক, বরবটি, মিষ্টিকুমড়া, ঝিঙ্গে, চালকুমড়া ও টমেটো প্রভৃতি নানা পণ্য বিক্রি করতে পারছিলেন না, এসময় কৃষকদের জমিতে উৎপাদিত এসব পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কুড়িগ্রামে সেনাবাহিনীর সবজি ক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রী কলেজ মাঠ ও পৌরবাজার এলাকায় সরাসরি কৃষকদের উৎপাদিত পণ্য কিনেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ। রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন ক্যাপটেন ফয়সাল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদস্য ক্যাপটেন সিয়াম এ নুর, ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান, সার্জেন্ট নাসিম হায়দার প্রমুখ।

এ ব্যাপারে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল আহমেদ বলেন, লকরোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সহায়তার পাশাপাশি আমরা সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যের কথা বিবেচনা করে মাঠ পর্যায়ে তাদের বিভিন্ন প্রকার সবজি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার থেকে এসব পণ্য ক্রয় শুরু করা হলো। পণ্য ক্রয়ের বিষয়টি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পরিশেষে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *