কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামের উলিপুরে মূল ধারার সাংবাদিকদের নিয়ে ‘প্রেসক্লাব, উলিপুর’ গঠন করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উলিপুর শহরের কেসি রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে উলিপুর উপজেলার দৈনিক যুগান্তরের প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত লক্ষণকে আহবায়ক ও বিজয় টিভি’র উলিপুর প্রতিনিধি আল এনায়েত করিম রনিকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি’র নাম ঘোষণা করেন সভার সভাপতি ইউনুছ আলী।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অপর সদস্যরা হলেন, মমিনুল ইসলাম (দৈনিক যায়যায়দিন), ইউনুস আলী (দৈনিক জনতা), প্রভাষক আতিকুর রহমান (আমার দেশ), আতাউর রহমান সবুজ (দৈনিক আজকের বসুন্ধরা), দীপক কুমার রায় (দৈনিক নতুন দিন), বাবু দেব (দৈনিক সকালের সময়), রুহুল আমীন রুকু (দৈনিক মাতৃছায়া), মাজাহারুল ইসলাম মিলন (চ্যানেল এস), চন্দন কুমার সরকার (বাংলা ডট রিপোর্ট), বাবলু মিয়া (জেনিউজ বিডি ডটকম) ও শিমুল দেব (দৈনিক আমাদের সময়)।
প্রেসক্লাব উলিপুর এর আহবায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম মোস্তফা, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উলিপুর উপজেলা শাখার আহবায়ক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার, সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, বাংলাদেশের কমিউনিষ্ট পাটি উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের উলিপুর উপজেলা সমন্বয়ক সাঈদ আখতার আমীন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উলিপুর উপজেলা শাখার সভাপতি কমরেড দেলোয়ার হোসেন প্রমুখ।