রৌমারী প্রতিনিধি ::
কুড়িগ্রামের রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার জন্তিরকান্দা নামক এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম সদরের চরভগবতিপুর গ্রামের দেলোওয়ার হোসেনের ছেলে দুলাল হোসেন (২৮) ও একই এলাকার আমোদ আলীর ছেলে ফকির চাঁন (২৯)।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার জন্তিরকান্দা নামক স্থানে অভিযান চালান থানা পুলিশের ৫ সদস্যের একটি দল। এসময় দুলাল হোসেন ও ফকির চাঁন এর কাছে থাকা ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
এব্যাপারে রৌমারী থানার ওসি আবু মো: দিলওয়ার হাসান ইনাম জানান, গাঁজাসহ আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।