কুড়িগ্রাম প্রতিনিধি: :
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কুড়িগ্রাম জেলা সংসদ গানে-কবিতায়-শ্লোগানে-বক্তৃতায় নারী ও শিশু ধর্ষণসহ সকল সহিংসতা বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবীতে এক সাংস্কৃতিক প্রতিবাদ আয়োজন করে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে তারা সারাদেশের নারী-শিশু ধর্ষণের বিচার এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে ১২টি সুপারিশের প্রস্তাবনা তুলে ধরে। এসময় উদীচী কর্মীরা খোলা পিক আপ ভ্যানে করে শহরের ৬টি বিশেষ পয়েন্টে দাঁড়িয়ে মানববন্ধন, বক্তৃতা, গান ও কবিতা পরিবেশন করে। প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি নেজামুল হক বিলু, সহ সভাপতি মোজাম্মেল হক, সাধাারন সম্পাদক লাাইলী বেগম, সাাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, প্রদীপ কুমার রায়, মাহফুজার রহমান রাজু, মঈনুল হক মুক্তাসহ সকল সদস্যবৃন্দ।
অন্যান্য সমমনা সংগঠনও উদীচীর ব্যানারে দাঁড়িয়ে তাদের বক্তব্য প্রদান করে।