উলিপুর প্রতিনিধি :
উলিপুরে সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে লকডাউনে দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
শনিবার দুপুরে ব্যবসায়ীরা উপজেলা শহরের বড় মসজিদ মোড়ে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ব্যবসায়ীরা জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন দোকানের মালিক ও কর্মচারীরা। কোরবানির ঈদকে সামনে রেখে তাদের বেচাকেনা থাকলে কর্মচারিদের বেতন ও নিজেদের উপকার হবে বলে তারা দোকানপাট খোলার দাবিতে এ মানববন্ধন করেন।
এসময় খবর পেয়ে উলিপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উলিপুর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে উত্তেজনা বিরাজ করে।
বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ আমরা অবশ্যই মানব। এই বিক্ষোভ ও মানববন্ধন সম্বন্ধে তিনি কিছুই জানেন না বলে জানান।
এছাড়া উলিপুর বণিক সমতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বলেন, সারাদেশে লকডাউন চলাকালীন এধরনের কর্মসূচি নিন্দনীয়। কিছু ব্যবসায়ী এটা করেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ইউএনও নুরে জান্নাত রুমি বলেন, ব্যবসায়ীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঈদকে সামনে রেখে কিছু ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেয়।