কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে ভূরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন’র স্ত্রী ফেরদৌসী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলা শহরের হাটিরপাড় এলাকায় নিজ বাসভবণে দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সদর থানা পুলিশ। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিহত ফেরদৌসীর এক সন্তান স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরও কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের জানায়। তারা মিস্ত্রি ডেকে এনে দরজার লক ভেঙ্গে নিহত ফেরদৌসীকে সিলিং ফ্যানে গলায় দঁড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে শহরের হাটির পাড় এলাকায় নিজস্ব ৬তলা ভবনের ৫ম তলায় থাকতেন পরিবারটি। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিহত ফেরদৌসী কারো সাথে যোগাযোগ করতেন না। প্রতিবেশীদের সাথে মিশতেও চাইতেন না। কিছুটা ডিপ্রেসনে ভুগছিল তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।