কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে কৃষি কাজে ব্যবহৃত নকল ও ভেজাল ঔষধে কৃষি পন্যেও ক্ষতির বিষয়ে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো: আজিজুল ইসলাম, সবিনুজ্জামান চৌধুরী, সিনজেন্টা কোম্পানীর সিকিউরিটি ম্যানেজার জামাল হায়দার সহ ৯ উপজেলার সকল কৃষি কর্মকর্তা, ডিলার ও বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক।
সচেতনতামূলক এ সভায় নকল ও ভেজাল ঔষধ ব্যবহারে ফসলের ক্ষতি ও কৃষকের ক্ষতির বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এ কারনে কৃষি বিভাগের সাথে পরামর্শ করে নিয়ম মাফিক ফসলের ক্ষেতে কীটনাশক ব্যবহারের কথা জানান বক্তারা।
আলোচনা সভায় সিনজেন্টা কোম্পানীর সিকিউরিটি ম্যানেজার জামাল হায়দার পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভেজাল ঔষধ প্রয়োগে ফসলের বিভিন্ন ক্ষতির দিকগুলো তুলে ধরেন।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, বর্তমান সময়ে আমন, বোরো, সবজিসহ সকল ধরনের ফসল ফলাতে কীটনাশকের ব্যবহার করতে হয়। তাছাড়া ভালো ফসল পাওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে কৃষকরা তাদের পার্শ্ববর্তী কীটনাশকের দোকানে গিয়ে তাদের কাছে পরামর্শ নিয়ে কীটনাশক ব্যবহার করেন। এতে করে বেশি লাভের আশায় ব্যবসায়ীরা ভেজাল ঔষধ দিয়ে থাকেন। আর সেই নকল বা ভেজাজ ঔষধে ক্ষতিগ্রস্থ হোন কৃষকরা। এ কারনে কর্তৃত্বপত্র ছাড়া কোন ব্যবসায়ী কীটনাশক বিক্রি করতে পারবে না বলে জানান তিনি। এসময় নকল কীটনাশক প্রতিরোধে কৃষি বিভাগের সকল কর্মককর্তাদেরকে নির্দেশ দেন তিনি।