রিপোর্ট- অনিল চন্দ্র:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারায়নপুর ইউনিয়নের কালারচর এলাকার কারিগর পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জয়েন উদ্দিন(৬০) । সে ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, জয়েন উদ্দিন বুধবার বিকালে বাড়ির নিকট দিয়ে চলে যাওয়া বিদ্যুতের লাইনের পাশের একটি গাছের ডাল কাটতে যায়। এসময় গাছের আংশিক কাটা ডাল হেলে বিদ্যুতের লাইনের উপর পড়ে। পরে পুরো গাছটি বিদ্যুতায়িত হলে গাছে থাকা জয়েন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তূজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।