কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামে একটি পরিবারের ৫ জন সদস্যের মধ্যে ৪ জনই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। ফলে সেই পরিবারে ভরণ পোষণ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ওই পরিবারে ৬০ হাজার টাকার একটি গরু বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলার সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের অভিভাবক মো. সহিদার রহমানের কাছে গরু বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান।
এসময় হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার এস.এম হাবিবুর রহমান প্রমুখ।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান বলেন, এই পরিবারে একজন বাদে বাকীরা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হওয়ায় আমরা বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়িয়েছি।