জেলা প্রতিনিধি::
কুড়িগ্রামের ফুলবাড়ী ও উলিপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর উপজেলার নামাজের চরপুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সাহেবের আলগা ইউনিয়নের মেকুর আলগা গ্রামের কুখ্যাত মাদক কারবারি ইয়াছিন আলী তোতা মিয়ার নিজ বাড়ি থেকে ৩০০ পিস ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
অন্যদিকে, ফুলবাড়ীতে সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যতীন্দ্র নারায়ন গ্রামের কুখ্যাত মাদক কারবারী মজিবর রহমানের বসতবাড়ীর ঘরের ভেতরে একটি পুরাতন মোটরসাইকেল এর সিটের নিচে ব্যাটারি রাখার স্থানে বিশেষ কায়দায় রাখা ৬ কেজি গাঁজাসহ আব্দুল মজিদ (৪৫) ও নুরনবী (২৩) মিয়াকে হাতেনাতে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।
পরে তাদের নামে পৃথকভাবে দুই থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে উলিপুর ও ফুলবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।