কুড়িগ্রামে পিটিআই এর ৮তলা একাডেমিক ভবণ নির্মাণ কাজের উদ্বোধন

আতাউর রহমান বিপ্লব,
কুড়িগ্রাম

কুড়িগ্রামে পিটিআই (প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট) এর ৮তলা একাডেমিক ভবণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ দুপুরে জেলা সদরের পিটিআই চত্বরে এ কাজের উদ্বোধন করেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডিজি সাহ রেজওয়ান হায়াৎ, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাহেদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ বাবুল, শিক্ষক নেতা সাইফুল ইসলাম, জাকির হোসেন বকসী, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বিপ্লব, ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক আলতাফ হোসেন সহ শিক্ষা কর্মকর্তারা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন জানান, ২০ কোটি টাকা ব্যয়ে এই একাডেমিক ভবণ নির্মাণ শেষ হলে প্রাথমিক শিক্ষকদের অনেকদিনের দাবী পুরণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *