বাংলা ভাষা উচ্চারিত হলে
শামসুর রহমান
বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে
রোদ ,
বারান্দায় লাগে জ্যোৎস্নর চন্দন ।
বাংলা ভাষা
উচ্চারিত হলে অন্ধ বাউলের
একতারা বাজে
উদার গৈরিক মাঠে , খোলা পথে , উত্তাল নদীর
বাঁকে বাঁকে , নদীও নর্তকী হয় ।
যখন সকালে
নতুন শিক্ষার্থী লেখে তার বাল্যশিক্ষার অক্ষর ,
কাননে কুসুম কলি ফোটে ,
গো রাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর ,
পুকুরে কলস ভাসে ।
বাংলা ভাষা উচ্চারিত হলে
চোখে ভেসে ওঠে কত চেনা ছবি
; মা আমার দোলনা দুলিয়ে কাটছেন
ঘুম পাড়ানিয়া ছড়া কোন সে সুদূরে ;
সত্তা তার আশাবরী ,
নানী বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে
দুলে রমজানী সাঁঝে ভাজেন ডালের বড়া ,
আর
একুশের প্রথম প্রভাত ফেরী-অলৌকিক ভোর ।